পিরোজপুর জেলার নাজিরপুরে বিলুপ্তপ্রায় ৪ টি তক্ষকসহ উত্তম হালদার (২৯) নামে এক জনকে আটক করেছে র্যাব-৮। উত্তম হালদার(২৯) উত্তর হোগলা বুনিয়া গ্রামের নিরেন হালদার এর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত রোববার (১০ এপ্রিল) সন্ধা ৭ টার দিকে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের ১ং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুইকোটি টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাব আরও জানায়, আটককৃত উত্তম হালদার অনেকদিন যাবত তক্ষক কেনাবেচায় জড়িত। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলিতেছে।
আপনার মতামত লিখুন :