নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি গ্রেপ্তার - সময়কাল

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি গ্রেপ্তার


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২১, ৩:৫৪ পূর্বাহ্ণ / ৭৭
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি রনি পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এছাড়া সে একাধিক মামলার আসামি। ওইসব মামলায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

 

ব্রেকিং নিউজ