ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি

মাদারীপুর প্রতিনিধ
  • আপডেট সময় : ০৫:১৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
সময়কাল এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আব্দুল আহাদ রিমন (১৪) নামে এক মাদ্রসা ছাত্র ৫দিন ধরে নিঁখোজ রয়েছে। নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে রিমনের মা আয়শা বেগম। নিখোঁজ রিমন কুচিয়ামোড়া গ্রামের রিপন সন্নমতের ছেলে।

সংবাদ সম্মেলনে রিমনের মা আয়শা বেগম জানান, ১৫ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় আব্দুল আহাদ রিমন। এরপর এর বাসায় ফিরে আসেনি। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন রিমন মাদ্রাসায়ও যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি জিডি করেছেন নিখোঁজ রিমনের মা আয়েশা বেগম।

তার পরিবারের দাবী, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার ধরনা দিলেও কোনো সাড়া মেলেনি।

তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমার ছোট ছেলে কারো সাথে সেভাবে মিশেও না। আমার একটাই চাওয়া, যেকোনো মূল্যে আমার ছেলেকে ফেরত চাই। মাদারীপুরের ডাসার উপজেলার ধুলগ্রাম মাদ্রাসায় মঙ্গলবার দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন নিখোঁজের স্বজনরা এবং মাদ্রাসা শিক্ষকরা।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদ্রাসাছাত্র আব্দুল আহাত রিমনকে খুঁজে পেতে কার্যক্রম চলমান রয়েছে। দ্রত তাঁকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি

আপডেট সময় : ০৫:১৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আব্দুল আহাদ রিমন (১৪) নামে এক মাদ্রসা ছাত্র ৫দিন ধরে নিঁখোজ রয়েছে। নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে রিমনের মা আয়শা বেগম। নিখোঁজ রিমন কুচিয়ামোড়া গ্রামের রিপন সন্নমতের ছেলে।

সংবাদ সম্মেলনে রিমনের মা আয়শা বেগম জানান, ১৫ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় আব্দুল আহাদ রিমন। এরপর এর বাসায় ফিরে আসেনি। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন রিমন মাদ্রাসায়ও যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি জিডি করেছেন নিখোঁজ রিমনের মা আয়েশা বেগম।

তার পরিবারের দাবী, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার ধরনা দিলেও কোনো সাড়া মেলেনি।

তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমার ছোট ছেলে কারো সাথে সেভাবে মিশেও না। আমার একটাই চাওয়া, যেকোনো মূল্যে আমার ছেলেকে ফেরত চাই। মাদারীপুরের ডাসার উপজেলার ধুলগ্রাম মাদ্রাসায় মঙ্গলবার দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন নিখোঁজের স্বজনরা এবং মাদ্রাসা শিক্ষকরা।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদ্রাসাছাত্র আব্দুল আহাত রিমনকে খুঁজে পেতে কার্যক্রম চলমান রয়েছে। দ্রত তাঁকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।