নোয়াখালীর সুবর্ণচরে বাল্যবিয়ে অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা। - সময়কাল

নোয়াখালীর সুবর্ণচরে বাল্যবিয়ে অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা।


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ণ / ৬৫
নোয়াখালীর সুবর্ণচরে বাল্যবিয়ে অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

নোয়াখালীর সুবর্ণচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করে কনের মা ও বরের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চর ব্যাগা গ্রামের কনের বাড়িতে অভিযান চালিয়ে এ আদেশ দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, স্থানীয় পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে পাশের লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকাজী গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়। বিষয়টি জেনে ইউএনওকে অবহিত করি। পরে সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা কনের মাকে ১০ হাজার ও বরের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে কনেকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে দুই পক্ষ থেকে মুছলেকা নেওয়া হয়।

ব্রেকিং নিউজ