নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নে ৩ নাম্বার ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা চরক্লার্ক ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় লর্ড লিওনার্দ চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, করোনাকালে স্কুল বন্ধের সুবাদে বড় ভাইয়ের সঙ্গে বৈদ্যুতিক মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ শিখেন। রোববার বিকালে পাশের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :