পঞ্চগড়ে গত দু’দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হিমেল বাতাসে তাপমাত্রা কমে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
গত দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পর রাতভর টিপটাপ শব্দে কুয়াশা ঝরছে। আর কুয়াশা থাকার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনকে চলাচল করতে দেখা গেছে।
গত দুইদিন সূর্যের দেখা মিললেও আজকে দেখা পাওয়া গেলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বইছে হিমেল বাতাস। তবে খানিকটা দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতে শীত নিবারণে স্থানীয়রা ঘরে ঘরম পরে থাকছে।
সন্ধ্যা নামার সাথে সাথে মানুষজন বাজারের প্রয়োজনীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরে যাচ্ছে। একদিকে শীতবস্ত্রের অভাব অপরদিকে কাজের সুযোগ কমে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের গরীব অসহায় মানুষগুলো।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত মো. রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে তাপমাত্রা ওঠানামা করছে।
আপনার মতামত লিখুন :