মু. জিল্লুর রহমান জুয়েল,। পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ ক্যাম্পের একটি বিশেষ আভিযানে দল অদ্য ২৪ মে পটুয়াখালীর চৌরাস্তা এলাকা থেকে মোঃ রিদোয়ান আহম্মেদ (১৪) কিশোর কে উদ্ধার করে র্যাব -৮। র্যাব এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্ধার কৃত কিশোর গত ১৮’মে ২০২৩ ইং তারিখে গলাচিপা উপজেলা বন্দর থেকে হারিয়ে গেলে উদ্ধারকৃত কিশোরের বাবা মোঃ শহিদুল ইসলাম ঐ দিন’ই গলাচিপা থানায় এক টি সাধারণ ডায়েরী করেন যার রিসিভ স্মারক নম্বর-৭৯৪। হারিয়ে যাওয়ার ৫ দিন অতিবাহিত হলে ছেলেকে না পেয়ে ২২’মে পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প বরাবর উক্ত সাধারণ ডায়েরীর কপি এবং ০১(এক) টি অভিযোগপত্র দাখিল করে পিতা শহিদুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ২৪’মে রোজ বুধবার বেলা দেড়টার দিকে পটুয়াখালীর চৌরাস্তা এলাকা হতে হারিয়ে যাওয়া কিশোর রিদোয়ান আহম্মেদকে উদ্ধার র্যাব-৮। পরে আইন অনুযায়ী পরিবারের কাছেহস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :