পটুয়াখালীর গলাচিপায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠি - সময়কাল

পটুয়াখালীর গলাচিপায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠি


admin-abbas প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২১, ৩:২০ অপরাহ্ণ / ১২২
পটুয়াখালীর গলাচিপায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠি

জেলা প্রতিনিধিঃ মিঠুন পাল (পটুয়াখালী )”রুখে দাঁড়াও বাংলাদেশ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে” এই শ্লোগানের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালীর গলাচিপা উপজেলা শাখার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি
শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায়
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি
অধ্যাপক সন্তোষ দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলমসহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম ওলামা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ অ-সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে কোন প্রকার সাম্প্রদায়িক সন্ত্রাসের কোন স্থান নেই।
তাই এ ধরণের সস্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশকে কোন প্রকার অ-স্থিস্তিশীল করার অপচেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ সমুচিত জবাব দেবে বলে হুশিয়ারী ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে এক শান্তি শোভাযাত্রা পৌরমঞ্চ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় একই
স্থানে এসে শেষ হয়।

ব্রেকিং নিউজ