মিঠুনপাল,পটুয়াখালী।পটুয়াখালীর দুমকিতে মোবাইল চুরির অপবাদে নাবিল (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মাথার চুল কেটে মারধরের অভিযোগে উঠেছে পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রানার বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল দশটার দিকের এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শিক্ষার্থী নাবিলের মা হাসিনা বেগম জানায়, নাবিল মৌকরন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনির ছাত্র। স্কুল বন্ধ থাকায় বড় ভাই রবিউলের সঙ্গে
পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সামনে কাজে যায়। এসময় ওই মাদ্রাসার শিক্ষক ওলিউল্লার মোবাইল ফোন না পেয়ে শিক্ষার্থী নাবিলকে চোর সন্দেহ করে ইউপি সদস্য রানার হাতে তুলে দেন স্কুল শিক্ষক।
পরে মেম্বর রানা ও রিপন মুন্সিসহ বেশ কয়েকজন নাবিলের মাথার চুল কেটে দেয় এবং মারধর করে। এর কিছু পর পরই ওই মোবইলটি পাশেই পাওয়া যায়। দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত
অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
#
আপনার মতামত লিখুন :