রাজধানীর কেরানীগঞ্জ থেকে পর্নোগ্রাফি ব্যবসায়ী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন আরিফুল ইসলাম, পারেভজ আলী, রনি ও আব্দুল্লাহ।
বুধবার সন্ধ্যায় র্যাব-১০ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ইমামবাড়ী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে কম্পিউটারের মাধ্যমে ভিডিও পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পর্নোগ্রাফি ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।
এসময় তাদের কাছ থেকে তিনটি মনিটর, তিনটি সিপিইউ, তিনটি মাউস, সাতটি হার্ডডিস্ক, একটি কী-বোড, পাঁচটি কার্ডরিডার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছে, তারা পর্নোগ্রাফি ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজোসে অবৈধভাবে অশ্লীল ছবি ও ভিডিও কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করতো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :