পলাশপুরে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ৪০ হাজার টাকা জরিমানা - সময়কাল

পলাশপুরে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ৪০ হাজার টাকা জরিমানা


admin-abbas প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২২, ৭:২০ অপরাহ্ণ /
পলাশপুরে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ৪০ হাজার টাকা জরিমানা

বরিশালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর ভাটার খাল ও পলাশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নগরীর ভাটারখাল এলাকায় একটি মোটরসাইকেল পার্টসের দোকানে বিদেশী পন্যের প্যাকেটে মূল্য না থাকায় ১০ হাজার টাকা, পলাশপুর এলাকার সেতু ফার্মেসিতে ফার্মেসিতে মেয়াদ উত্তির্ণ ঔষধ রাখায় ৪০ হাজার টাকা ও একটি কনফেকশনারী দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সাফিয়া সুলতানা ও সহকারী পরিচালক সূমি রানী মিত্র। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান,’মোটরসাইকেলের পার্টসের দোকানে ভারতীয় কিছু পন্য পাই কিন্তু সেই প্যাকেটের উপরে থাকা মূল্য তালিকা উঠিয়ে ফেলা হয়েছে তাই সেখানে জরিমানা করা হয়েছে। এছাড়া পলাশপুর এলাকায় একটি ফার্মেসিতে মেয়াদ উত্তির্ন ঔষধের পাশপাশি বিভিন্ন ঔষধের স্যম্পল পাওয়া গেছে, সেখানেও জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ব্রেকিং নিউজ