পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার - সময়কাল

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার


admin-abbas প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২২, ২:০৫ অপরাহ্ণ / ১৩
পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ রুহুল আমিন রিপন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিরপুর-১২ ব্লক-ই রোড-২ বাসা ৬৬-এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি রিপন দীর্ঘদিন পল্লবী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অস্ত্র ও গুলি সরবরাহ করে।

মূলত যশোর থেকে বিদেশি অস্ত্র ও অস্ত্রের গুলি সংগ্রহ করে ক্রেতাদের চাহিদামতো জোগান দিত এ আসামি। তার বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। এ ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

ব্রেকিং নিউজ