পিরোজপুর নেছারাবাদের মাশরাফি আহমেদ সানি।
- আপডেট সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ঐতিহাসিক ছাত্র জনতা গণঅভ্যুত্থানের বীর সেনানি পিরোজপুরে নেছারাবাদ থানার গোয়া রেখা ইউনিয়নের ব্যাসকাটি গ্রামের পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের ছেলে মাশরাফি আহমেদ সানি। শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে ঢাকার রাজপথ কাঁপিয়েছেন। ঢাকার ইসিবি চত্বর, মহাখালীতে ছাত্র জনতার সঙ্গে ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এইচএসসি পরীক্ষার্থী সানি স্বৈরতান্ত্রিক সরকার কর্তৃক নির্বিচারে এই ছাত্রদের গণহত্যা মন থেকে মেনে নিতে পারেননি। তাই পরিবারের শত বাধা উপেক্ষা করে ৪ আগস্ট বরিশাল ছাত্র জনতার সঙ্গে যুক্ত হন এবং মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিতে থাকেন এমন সময় পুলিশের উপর্য পরি টিয়ারসেল ও রাবার বুলেটে দিশেহারা হয়ে পড়েন। শরীর ক্ষতবিক্ষত হয় অসংখ্য রাবারবুলেটে। রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকে। সহযোদ্ধারা তাকে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করেন। এই খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পরিবারে উৎকণ্ঠা দেখা দেয়। ডাক্তাররা অস্ত্র পাচারের মাধ্যমে শরীর থেকে বেশকিছু রাবার বুলেট বের করতে পারলেও মাথার বুলেট গুলো এখনো বের করতে পারেননি। অবশেষে ৫ ই আগস্ট তাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বিজয়ের বেশে ঘরে ফেরে সানি। তোমাদের সালাম বীর ছাত্র জনতা।