আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুদিনের সফরে ঢাকায় আসছেন আজ।
সফরে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। যার মধ্যে অন্যতম— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ।
এর পর পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শন করবেন গ্রেগ বার্কলে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিবি জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনের খেলা দেখবেন। এর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন। তার আগে সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। একই দিনে বার্কলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শন করবেন। মঙ্গলবার সকালে ভারতের কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
২০২০ সালের ২৫ নভেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বার্কলে। ১৬ সদস্য দেশের মধ্যে ১১ দেশের ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
আপনার মতামত লিখুন :