বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১ ! - সময়কাল

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১ !


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ / ১২৫
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১ !

 

জেলা প্রতিনিধি মিঠুন পাল , (পটুয়াখালী)।

বৈরি আবহাওয়ার কারণে প্রচণ্ড বাতাসে দক্ষিণ বঙ্গোপসাগরে আবু তালেব মোল্লার মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টায় গলাচিপা থেকে ২০০ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলার অধিনে বড়বাইশদিয়া ইউনিয়নের মৃত্যু ছত্তার মোল্লার ছেলে জেলে বাপ্পারাজ মোল্লা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্টলার ডুবিতে নিখোঁজ হয়।

এবিষয়ে ট্রলার মাঝি আবু তালেব মোল্লা মুঠোফোনে জানান, বুধবার সকালে বড়বাইশদিয়া ইউনিয়নির টুংগিবাড়ীয়া ঘাট থেকে ৭ জন জেলে নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাই। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় ৭/৮ বয়ার কাছে আসলে ট্রলারটি হঠাৎ ঘূর্নিঝরের কবলে পড়ে।

এসময় তুফানে তোড়ে ৭জন জেলেসহ ট্রলার
নদীতে ডুবে যায়। পরে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন বাপ্পারাজ মোল্লা। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ (শনিবার ) বেলা ১২টা পর্যন্ত বাপ্পারাজ মোল্লার কোন খোঁজ পাওয়া যায়নি।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, নিখোজ জেলে বাপ্পারাজকে উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া সাগর উত্তাল থাকায় সকল ধরনের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোকে স্ব-স্ব ঘাটে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রেকিং নিউজ