বরিশালের ওষুধ প্রতিষ্ঠান ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান - সময়কাল

বরিশালের ওষুধ প্রতিষ্ঠান ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২১, ১:১২ অপরাহ্ণ / ৫৯
বরিশালের ওষুধ প্রতিষ্ঠান ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান

বরিশাল নগরীর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওষুধ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে র‌্যাবের একটি টিম।

অভিযান চলাকালে ইন্দো-বাংলার ভেতরে গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়-  কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে টিম বেড়িয়ে যায়। কিন্তু এই অভিযানের বিষয়ে র‌্যাব বা সংশ্লিষ্ট অভিযানিক টিমের তরফ থেকে সাংবাদিকদের কোনো কিছু নিশ্চিত করা হয়নি।

যদ্দুর জানা গেছে, দেশব্যাপী র‌্যাবের অভিযান সপ্তাহের অংশ হিসেবে ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছিল র‌্যাব।

তবে এই বিষয়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ব্রেকিং নিউজ