বরিশালে কমেছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা, একদিনে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু - সময়কাল

বরিশালে কমেছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা, একদিনে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২১, ২:৫৮ অপরাহ্ণ / ৫৬
বরিশালে কমেছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা, একদিনে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

 বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দু’জন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

একই সময়ে গোটা বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। ফলে দ্বিতীয় ঢেউ শুরুর পর টানা কয়েক মাস পরে এটাই প্রথম বরিশাল করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বনিম্ন সংখ্যা। আর এ সময়ের মধ্যে শনাক্তের আটগুনেরও বেশি ৮৫৯ জন সুস্থ হয়েছেন। শনিবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দু’জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দু’জনের মধ্যে বরিশালে একজন ও ভোলায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৩৭ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৯ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫২২ জন।

ব্রেকিং নিউজ