বরিশালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একযোগে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকার কার্যক্রম - সময়কাল

বরিশালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একযোগে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকার কার্যক্রম


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২১, ৫:৪০ অপরাহ্ণ / ৯৯
বরিশালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একযোগে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকার কার্যক্রম

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী একযোগে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ৭ আগস্ট বরিশাল জেলায় ৮৭টি কেন্দ্রে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। বরিশাল জেলার সদর উপজেলার কাশিপুর ও রায়পাশা কড়াপুর ইউনিয়নের করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক ও সিভিল সার্জন। শনিবার দুপুর সাড়ে ১২ রায় বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে নবম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সদর ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস । সেখানে জেলা প্রশাসক টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট দের ও টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথে টিকা কার্যক্রম নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। পরে সেখান থেকে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে করোনা ভ্যাকসিন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় অতিথিবৃন্দ সাথে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, রায়পাশা কড়াপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খোকন । বরিশাল জেলা ৮৮ টি ইউনিয়ন পরিষদ, ৬ টি পৌরসভা ও একটি সিটি কর্পোরেশন রয়েছে। বরিশাল জেলায় ৮৭টি কেন্দ্রের মাধ্যমে ২৬১ বুথে ৫২ হাজার ২০০ শত মানুষের মাঝে টিকা দেয়ার কথা রয়েছে। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৫৪ টি কেন্দ্রর মাধ্যমে ৬৪ বুথে ১৮ হাজার মানুষের মাঝে টিকা দেয়া চলচ্ছে।

ব্রেকিং নিউজ