বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবিতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।
শুক্রবার বেলা ১১টার দিকে মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন মাহেনুর বেগম এবং তার মেয়ে নাসরিন বেগম।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. শহিদুজ্জামান জানান, মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে জানাজায় যাওয়ার জন্য প্রায় ২৫ জন ট্রলারটি ভাড়া করে। গজারিয়া নদী উত্তাল থাকায় খাজুরিয়া ইউনিয়নে এটি ডুবে যায়। এ ঘটনায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এঘটনায় তিনজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধার কোস্টগার্ডের অভিযান চলছে।’
আপনার মতামত লিখুন :