বরিশালে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু - সময়কাল

বরিশালে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২১, ১:১৪ অপরাহ্ণ / ৮৫
বরিশালে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে।  তাদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন।  আর এ সময়ের মধ্যে শনাক্তের প্রায় পাঁচগুণ, ৮৮০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে একদিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশালে একজন ও ভোলায় চারজন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৬০০ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৭ জন।  এতে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৪২ জনে।এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৮৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৫ হাজার ১৪৬ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৭৭ জন নিয়ে মোট ১৬ হাজার ৯৫৩ জন, পটুয়াখালীতে নতুন ২০ জন নিয়ে মোট পাঁচ হাজার ৬৬৯ জন, ভোলায় নতুন ৭৮ জনসহ মোট পাঁচ হাজার ৭৮৩ জন, পিরোজপুরে নতুন ৬ জনসহ মোট চার হাজার ৯৯৯ জন, বরগুনায় নতুন দুজনসহ মোট তিন হাজার ৫১৮ জন ও ঝালকাঠিতে নতুন চারজন নিয়ে মোট চার হাজার ৪২০ জন রয়েছেন।

ব্রেকিং নিউজ