বরিশাল প্রেসক্লাবের সভাপতিকে গৌরনদীতে গণ সংবর্ধনা

- আপডেট সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম খসরু ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব সভাপতির নিজ উপজেলা গৌরনদীর কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হলরুমে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা সভা হয়। সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম খসরু, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সরকারী গৌরনদী কলেজের সাবেক ভিপি আ.ফ.ম রশিদ দুলাল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপি’র আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, কাসেমাবাদ মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আল-আমিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোঃ কামেল। শেষে সংবর্ধিত নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরন ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।