মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ সহকারী জজ আদালত সূত্রে জানা যায় যে,সাবেক জেলা বাকেরগঞ্জ হালে পটুয়াখালী,স্টেশন সাব-রেজিস্ট্রার থানা-মির্জাগঞ্জ অধীন, জে.এল.নং-১৯,কিসমত শ্রীনগর মৌজার সি.এস১০৪ নং খতিয়ানের সাবেক৭০১/৭০২/৭০৭/৭০৮/৭০৯ নং দাগের মোট১.৪৫ একর ভুমি।যাহা হাল জরিপের একই মৌজার আর.এস-১৮০ নং তথা এস.এ-১১১ নং খতিয়ানের হাল ৮৯২/৮৯৩/৯৪৫/৯৪৬/৯৪৪ নং দাগে মোট ১.৪৪ একর ভুমিতে পরিমিত হইয়া রেকর্ড হয়। উক্ত ভূমির মধ্যে হাল ৯৪৬ নং দাগে মোট ৪৭ শতাংশ ভূমির মধ্যে উত্তরাংশে ১২ শতাংশ ভূমি বাদে ৩৫ শতাংশ ভূমি নিয়ে বিরোধ থাকিলে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া সাকিনের নিবাসী মৃত ধলাইয়ের পুত্র মোঃ দেলোয়ার হোসেনসহ মোট ৩১ জন বিবাদী হয়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগর নিবাসী মৃত মোনছে আলীর পুত্র আলতাফ হোসেন সহ ৪০ জনকে বিবাদী করে মোকাম মির্জাগঞ্জ সহকারী জজ আদালত,পটুয়াখালী বিগত ইং ০২/০৩/২০২ তারিখে দেওয়ানী মোকদ্দমা নং-২৮/২০২২ এ একটি বন্টনের মামলা দায়ের করেন বলে আদালত সূত্রে জানা যায়।অতঃপর একই আদালতে বিগত ইং২৮/০৩/২০২২ তারিখে মোঃ দেলোয়ার হোসেন গং বাদী হয়ে আলতাব হোসেন গংদের বিবাদী করে দেওয়ানী কার্য্যবিধি আইনের ৩৯ আদেশের ০১/০২ নং নিয়ম ও ১৫১ ধারার বিধান মোতাবেক উক্ত নং মোকদ্দমার ০৪-০৬/৩২-৩৬ বিবাদী গান্ধীর বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা দায়ের করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা মঞ্জুর করে উক্ত নং মোকদ্দমার বিরোধীদের বিরুদ্ধে কারণ দর্শানোর আদেশ দিলে গত ৯ ই মে সোমবার দিবাগত রাত্রে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর ব্যক্তিগত গাড়িচালক হিরন মৃধার নির্দেশক্রমে আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মৃত আতাহার মৃধার পুত্র মোঃ মাসুদ মৃধা সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক মৃধাসহ ৪০/৫০ ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে মোঃ রফিক ঘরামী ও তাঁর পরিবারবর্গদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ব্যক্তিগত গাড়িচালক হিরোর মৃধার ০১৭১৮৯১৬৪৪৬ মুঠোফোনে কারণ জানতে চাইলে তিনি জানান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর নির্দেশে ও আর্থিক সহযোগিতায় আদালতের নির্দেশ অমান্য করে রাতের আধারে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। উক্ত উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক মোঃ হিরন মৃধার উক্ত কথোপকথোন সাংবাদিকের মোবাইলে রেকর্ড হয়।
আপনার মতামত লিখুন :