রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ মান্না র্যাব হেফাজতে আছেন। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। শনিবার গণমাধ্যমে পাঠানো র্যাবের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার শেখ সাইদ আহমেদ মান্না ওই ঘটনায় পুলিশ ও ইউএনওর দায়ের করা দুটি মামলারই আসামি।
গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনের সামনে পুলিশের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
ওই ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান এবং হত্যার উদ্দেশে আঘাত ও গুলিবর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল মল্লিক। একই অভিযোগে আরেকটি মামলা করেন ইউএনও মুনিবুর রহমান।
দুই মামলায়ই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আসামি করা হয়েছে।
সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবিও তুলেছে সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
আপনার মতামত লিখুন :