বাংলাদেশের অর্জন তিন উইকেট দ্বিতীয় সেশনে । - সময়কাল

বাংলাদেশের অর্জন তিন উইকেট দ্বিতীয় সেশনে ।


admin-abbas প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ / ২৩৪
বাংলাদেশের অর্জন তিন উইকেট দ্বিতীয় সেশনে ।

ক্রীড়া প্রতিবেদকঃ 

প্রথম সেশনে মাত্র একটি উইকেট শিকার করলেও দ্বিতীয় সেশনে তিনটি উইকেট শিকার করেছে বাংলাদেশ। এই তিনটি উইকেটই শিকার করেছেন পেসাররা। দ্বিতীয় সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৪৬ রান।

বৃহস্পতিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

লাঞ্চ বিরতি থেকে ফেরার পর পেসার আবু জায়েদ রাহির বলে বোল্ড হয়েছেন মোসেলে। ৭ রান করেন তিনি। এরপর দলীয় ১০৪ রানে পেসার সৌম্য সরকারের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ৪৭ রান করেছেন তিনি।

চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরি (২১০*) করে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। তবে, ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তাকে সুবিধা করতে দেয়নি টাইগাররা। ব্যক্তিগত ৫ রানে আবু জায়েদ রাহির বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ হয়েছেন তিনি।

ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। আর পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি। তার বদলে রাখা হয়েছে পেসার আবু জায়েদ রাহিকে।

প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তবে, টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল।

ব্রেকিং নিউজ