নজরুল ইসলাম আলীমঃ
বাকেরগঞ্জ উপজেলার ডায়াবেটিক সূত্রে জানা যায় যে, বাকেরগঞ্জের কৃতি সন্তান গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এ.কে আজাদ খানের বিশেষ উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত বিআইপি কলোনী বাকেরগঞ্জে আগামী ২০ই মে ২০২২ ইং তারিখে রোজ শুক্রবার সকাল১০ঃ০০ ঘটিকা হইতে বিকাল০৫ঃ০০ ঘটিকা পর্যন্ত ঢাকা বারডেম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প দ্বারা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হইবে।উক্ত বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পে উপস্থিত থাকিয়া চিকিৎসাসেবা প্রদান করিবেন ১।গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এ.কে আজাদ খান এম. বি.বি.এস,ডি.ফিল,এফ.সি.পি.এস, এফ.আর.সি.পি. এ(লন্ডন),সম্মানিত সিনিয়র উপদেষ্টা গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভা, বারডেম এবং সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি,ঢাকা,২।ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান এম.বি.বি.এস,এমডি, অধ্যাপক এন্ড্রোক্রাইনোলজি এন্ড ডায়াবেটোলজি বিভা,বারডেম,৩।চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মীর নজরুল ইসলাম এম.বি.বি.এস,ডি.ডি.এস, এম.এস.সি,এফ.আর.সি.পি (গ্লাসগো ও ইডেন)অধ্যাপক চর্ম ও যৌন বিভা, বারডেম,৪।সার্জারি বিশেষজ্ঞ ডাঃ জে.আর ওয়াদুদ এম.বি.বি.এস,এম.ডি,হাসপাতাল পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট,ইব্রাহিম ফুট কেয়ার হাসপাতাল ওয়ারী,ঢাকা, ৫।কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ তোফায়েল আহমেদ চৌধুরী এম.বি.বি.এস,এম.সি.পি.এস ও এফ.সি.পি.এস (মেডিসিন) এম.আর.সি.পি,(ইউকে) সহকারী অধ্যাপক,নেফ্রলজি বিভাগ,বারডেম, ৬।নিউরো মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ রাশেদুল ইসলাম এম.বি.বি.এস,এফ.সি.পি.এস,এম.আর.সি.পি সহকারী অধ্যাপক ইউনিট প্রধান,নিউরোলজি বিভাগ, বারডেম।
আপনার মতামত লিখুন :