নজরুল ইসলাম আলীম // বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড় রঘুনাথপুর গ্রামের মৃত কাশেম মাস্টারের বখাটে পুত্র আলী আহমেদ তার আপন ছোট বোন শাহিনুর বেগমের ১২ টি মুরগি বিষ প্রয়োগ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বাকেরগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায় যে, পাদ্রীশিবপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আলি আহাম্মেদ তার আপন ছোট ভাই মোঃ কাউসার হাওলাদারের আনুমানিক প্রায় বছর খানেক পূর্বে পরিকল্পিতভাবে মাথায় হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকিলে কাওসার জীবন রক্ষার জন্য তার হাত দিয়ে ঠকালে সন্ত্রাসী আলীর হাতে থাকা বগি দায়ের কোপে তার তর্জনী আঙ্গুল দুই ভাগ হয়ে মাটিতে পড়ে যায়। উক্ত বিষয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন এবং উক্ত মামলায় শাহিনুর বেগমের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে এজাহারে নাম থাকিলে সন্ত্রাসী আলী আহমেদ ও তার কন্যা সাথী বেগম, রোজিনা বেগম ও রোজিনা বেগম বিভিন্ন সময় বিভিন্ন উপায় শাহিনুর বেগমকে জীবননাশের হুমকি সহ ক্ষয়ক্ষতির পাঁয়তারা করে আসছিল। তারই জের হিসেবে আলী আহমেদ গত ২ রা জুলাই রোজ শুক্রবার দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় শাহিনুর বেগমের বসতঘরের দক্ষিণ পাশের জমিতে বিষ প্রয়োগ করিলে তার ১২টি ডিমওয়ালা মুরগি মারা যায়। উক্ত বিষয়ে শাহিনুর বেগম গত ৩রা জুলাই বাদী হয়ে আলী আহমেদকে আসামী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।শাহিনুর বেগম তার এক ভিডিও সাক্ষাৎকারে জানান বর্তমানে আলি আহাম্মেদ ও তার দুশ্চরিত্রের মেয়েদের ভয়ে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত জীবনযাপন করিতেছেন বলে জানান। এ ব্যাপারে ভুক্তভোগী কাওসার আরো জানান তার ভাই আলী আহমেদের কন্যা পারভীনকে দিয়ে বাকেরগঞ্জ থানায় একটি মিথ্যা ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দিয়ে তাকে অমানবিক হয়রানি করেন এমনকি তার বোন শাহিনুর বেগম গভীর নলকূপ উপরে ফেলেন। সূত্র আরও জানায় আলী আহমেদের তৃতীয় কন্যা পারভিনকে পাদ্রীশিবপুর নিবাসী জনৈক ফরিদ খানের পুত্র মনির খানের সাথে বিবাহ দিয়ে তার যাবতীয় অর্থ আত্মসাৎ করে দেওয়া তার সাথে বিবাহ ছিন্ন করেন। সূত্র আরও জানায় তার বড় কন্যা সাথী ও মেজ কন্যা রোজিনাকে দিয়েও একইভাবে অনৈতিক কার্যকলাপ করান বলে জানান।
আপনার মতামত লিখুন :