নজরুল ইসলাম আলীমঃ
৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ বন্ধ করার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে বাকেরগঞ্জে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।৩০ মে সোমবার সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার সিলগালা করেছে। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থাকেন ডা: অনামিকা সরকার টুম্পা, বাকেরগঞ্জ থানার এ এস আই রবিউল সহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।অভিযানে বাকেরগঞ্জ টু কালিগঞ্জ সড়কের গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার সনদ না থাকায় অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। এসময় চিকিৎসাধীন থাকা রোগীদের পাশে অবস্থিত ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: জসিম উদ্দিন খান এর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক হস্তান্তর করেন।এছাড়াও অভিযানে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড বিআইপি সংলগ্ন সারা স্টেশনারিতে ১০ হাজার টাকা ও খান ভ্যারাইটিজ স্টোর ৫ হাজার টাকা ভেজাল সংরক্ষণ ২০০৯ ধারা ৫১ অনুসারে অর্থদন্ড করা হয়।এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইজাজুল হক বলেন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বাকেরগঞ্জ অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তবে নিবন্ধন পেলে সেগুলো আবার চালু করতে পারবেন ব্যবসায়ীরা। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :