বাকেরগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি,আধিপত্য বিস্তারকে কেন্দ্র ১ জনের মৃত্যু আহত২। - সময়কাল

বাকেরগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি,আধিপত্য বিস্তারকে কেন্দ্র ১ জনের মৃত্যু আহত২।


admin-abbas প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ / ৩৩
বাকেরগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি,আধিপত্য বিস্তারকে কেন্দ্র ১ জনের মৃত্যু আহত২।

 

নজরুল ইসলাম আলীমঃ
পুরানো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইছাপুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় তিন ভাইয়ের মধ্যে একজন নিহত অপর দুইজনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১১.৪৫ মিনিটের সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মহাসিনে গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মাদক সহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার বাড়িতে প্রবেশ করিয়া লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রনি মোল্লা ও তার দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রাত সাড়ে ৩টার দিকে রনিকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রনির লোকজনকে মামুন মেম্বারের লোকজন‌কে কু‌পি‌য়ে জখম করে। ওই ঘটনার জেরে রনির লোকজন মামুন মেম্বার ও তার লোকদের ওপর হামলা চালায়। এসময় মামুনের বাহিনী রনিসহ তার তিনভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এই রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত ইতিমধ্যে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন ও ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল সহ বাকেরগঞ্জ থানার ঘটনাস্থল পরিদর্শন করেন কিন্তু এই রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

ব্রেকিং নিউজ