নজরুল ইসলাম আলীমঃ
বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বিসমিল্লাহ বাজার সংলগ্ন পারশিবপুর গ্রামের আরাফাত হোসেন রিপন বেপারী (২৪) নামের এক যুবককে ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল ডিবি পুলিশ।গোপন সংবাদের মাধ্যমে ৩১ মে মঙ্গলবার রাত ১০ঃ০৫ মিনিটের সময় পারশিবপুর গ্রামের জনৈক শাহ আলম বেপারীর বাড়ির সামনে থেকে আটক করে বরিশাল ডিবি পুলিশের একটি টিম। রিপন পারশিবপুর গ্রামের লিটন হোসেন বেপারীর পুত্র। অভিযান পরিচালনা করেন, বরিশাল জেলা ডিবি পুলিশের এস.আই রাজীব দাস সনেট, এ.এস.আই মিজানুর রহমান, কনস্টেবল মিঠুন ও কনস্টেবল পারভেজ। বাকেরগঞ্জ
থানা সূত্রে জানা যায়, রিপন বেপারীর নামে বিভিন্ন থানায় একাধিক ইয়াবা মামলা রয়েছে। রিপন বেপারী ও তার পারিবারের সবাই মাদক ব্যবসায় সংশ্লিষ্ট বেশ কিছু দিন পূর্বে বরিশাল জেলা ডিবির বিশেষ অভিযানে তার ছোট ভাই ও তার নানীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সুত্রে রিপনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি চলছে।