নজরুল ইসলাম আলীমঃ
বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিপুর ইউনিয়নের শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীর ছাত্রী ছদ্মনাম(রেশী) কে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।ভিডিও রেকর্ড সূত্রে জানা যায় যে,ইউনিয়নের কানকি গ্রামের সুমনের পঞ্চম শ্রেণীর পড়ুয়া কন্যা আনুমানিক ১০/১৫ পূর্বে তার বিদ্যালয় হইতে বাড়িতে আসার পথে দুর্গাপুর নিবাসী মৃত হাতেমখানের বখাটে মাদকসেবী পুত্র অটোচালক স্কুল পড়ুয়া ছাত্রীকে কানকী নিবাসী মহারাজ মাস্টারের বাড়ির সামনে রাস্তার ওপারে পথরোধ করে টানাহেঁচড়া করিলে মেয়েটির ডাকচিৎকারে পদযাত্রীরা মেয়েটিকে লম্পট জাকিরের কবল থেকে উদ্ধার করেন। অতঃপর মেয়েটি বিষয়টি তার মাকে জানালে তার মা শিখা বেগম গত ১৭ই মে রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০ঃ০০ শিবপুর আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার উপর দিয়ে যাবার সময় স্কুল ছাত্রীর মা শিখা বেগম লম্পট জাকিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে এক ভিডিও সাক্ষাৎকারে জানান।বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হলে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বশির ও স্থানীয় একটি প্রভাবশালী মহল ৮ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফা দফা করেন বলে লম্পট জাকিরের মাতার ভিডিও রেকর্ড সূত্রে জানা যায়। তবে এ বিষয়ে ভিকটিমের মা শিখা বেগমের নিকট জানতে চাইলে তিনি কোন টাকা পয়সা পাননি। তিনি আরো জানান তাহার স্কুলপড়ুয়া কন্যা বখাটে জাকিরের ভয়ে স্কুলে যেতে পারে না।
আপনার মতামত লিখুন :