বারহাট্টায় নতুন ইউএনও র যোগদান
- আপডেট সময় : ১০:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
নেত্রকোণার বারহাট্টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো: খবিরুল আহসান জুয়েল। সদ্য বিদায়ী ইউএনও ফারজানা আক্তার ববি এর স্থলে গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বারহাট্টা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার পদে এটি তার দ্বিতীয় কর্মস্থল।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান জুয়েল, ৩৫ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি কেন্দুয়া ও নেত্রকোনা সদর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন । পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মো: খবিরুল আহসান জুয়েল জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে এমএস ডিগ্রী অর্জন করেন।
নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি আগামী দিনগুলোতে উপজেলায় তার দায়িত্ব পালনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।