বৃষ্টিতে ভিজেও যাত্রী পাচ্ছেন না রিকশাচালকরা - সময়কাল

বৃষ্টিতে ভিজেও যাত্রী পাচ্ছেন না রিকশাচালকরা


admin-abbas প্রকাশের সময় : জুলাই ৪, ২০২১, ১:০১ অপরাহ্ণ / ৬৬
বৃষ্টিতে ভিজেও যাত্রী পাচ্ছেন না রিকশাচালকরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের চতুর্থদিন আজ। বৃষ্টি আর বিধিনিষেধে বলতে গেলে প্রায় জনশূন্য পরিবেশ সৃষ্টি হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায়। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় এই বিধিনিষেধে সাধারণ মানুষের একমাত্র যানবাহন হিসেবে সম্বল রিকশা। এরপরও যাত্রী মিলছে না রিকশায়। যাত্রী না পেয়ে বৃষ্টিতে ভিজে রিকশাচালকদের অলস সময় পার করতে দেখা গেছে।

রোববার (৪ জুলাই) সকাল থেকে বৃষ্টিতে রাজধানীর মিরপুর ও ফার্মগেটের বিভিন্ন সড়কে পরিবহন ও মানুষের উপস্থিতি অনেক কম দেখা গেছে। এসব এলাকার বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্টগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ সদস্যরা পাশে নিরাপদ স্থানে বসে বিশ্রাম করছেন। আবার রিকশাচালকদেরও বৃষ্টিতে ভিজে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

রিকশাচালক আব্দুল মালেক বৃষ্টির কারণে দেরি করে রিকশা নিয়ে বের হয়েছেন। সকাল ১০টায় বের হয়ে দুজন যাত্রী তুলে ৭০ টাকা আয় করেছেন। এরপর আর যাত্রী পাননি। যাত্রী না পেয়ে বসে থাকতে হচ্ছে তাকে।

মালেক জানান, বৃষ্টির কারণে মানুষ বের হচ্ছেন না বলে যাত্রী পাচ্ছেন না। বিধিনিষেধের অন্যান্য দিন ভালো আয় হলেও আজকে বৃষ্টির কারণে মন্দা, তার ওপরে রাস্তার বিভিন্ন স্থানে সার্জেন্ট রিকশা আটকে উল্টিয়ে রাখেন। যেতে দেন না, আটকে রাখেন বলে জানান তিনি।

বৃষ্টিতে ভিজে যাত্রীর জন্য অপেক্ষা করছেন আরেক রিকশাচালক মিজান। তিনি জানান, বিধিনিষেধের অন্যান্য দিন ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১ হাজার টাকা আয় করেছেন। রোববার বৃষ্টির কারণে কিছুটা দেরি করে বের হলেও যাত্রী পাচ্ছেন না। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ টাকা আয় করেছেন। দিনশেষে ৮০ টাকা রিকশার জমা। নিজের ও পরিবারের খরচ জোগানো কষ্ট হয়ে যাবে বলে জানান তিনি।

ব্রেকিং নিউজ