বড় বাইশদিয়া ভিলেজ ডেভলপমেন্ট সোসাইটি (বিভিডিএস) ” নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের বড় বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালে পাশকৃত ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ’’বড় বাইশদিয়া ভিলেজ ডেভলপমেন্ট সোসাইট‘’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ ২০ মার্চ রোজ রবিবার এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সবার সম্মতিক্রমে বড় বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ( বিভিডিএস ) এর কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে শামসুল আরেফিন’কে সংগঠনের সভাপতি ও মোঃ বাইজীদ বোস্তামি’কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ ইউসুফ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হাসান, কোষাধ্যক্ষ মোঃ দিলসাদ, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ হাসনাত, প্রচার সম্পাদক মোঃ আল হাসিব, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খন্দকার হাফসা, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুবর্ণা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ পারভেজ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সিজান।
এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, লাজিম ইমরান, সোনিয়া, পরশ মনি, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ সুজন, নাইমুল ইসলাম তনিক, মোঃ মেহেদি হাসান, মোঃ ফিরোজ হাসান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজান, কেয়া মনি, পারভিন সুলতানা, মোসাঃ শাবনুর, মোঃ সজীব গাজী, মোঃ সোহান হাওলাদার, মোঃ মাসুদ রানা, মোঃ নাজমুল ইসলাম, মোঃ ইমরুল ইসলাম নোমান।
কমিটি গঠন শেষে অত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকদের পৃথক বক্তব্যে গ্রাম উন্নয়ন ও গ্রাম কল্যাণে ও মানোন্নয়নে কাজ করার ও সর্বদা গ্রামের মানুষের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
আপনার মতামত লিখুন :