মুরাদ সিকদার ।নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে গণ সংহতি আন্দোলনের আয়োজনে বুধবার,১৭ নভেম্বর জেলা কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও কেন্দ্রীয় সদস্য আবু জাফর সালেহ’র নেতৃত্বে এই করমসূচি পালন করা হয়।
এর পরপরই গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর নেতৃত্বে জেলা কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া আরো শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটি, বাদদ বরিশাল জেলা কমিটি, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ভাসানী পরিষদ,ভাসানী পাঠাগার ও ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটি ।
পরে দেওয়ান মোঃ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নজরুল হক নিলু,অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও নৃপেন্দ নাথ বাড়ৈ প্রমুখ।
অপরদিকে ভাসানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিকালে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে বাকবিশেষ কার্যলয়ে জেলা আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :