মাগুরা ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩শে এপ্রিল) সন্ধ্যায় লাঙ্গলবাধ আলিম মাদরাসা হলরুমে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল হাদী শামীম সভাপতিত্বে এবং ব্লাড ডোনার গ্রুপ’র সংগঠক মোঃ নুরুল হুদার সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুল আলম,বাবুল আহমেদ।
এছাড়াও অন্যান্যোর মধ্যে আলোচনায় অংশ নেন, ব্লাড ডোনার গ্রুপ’র সদস্য মাহফুজুর রহমান মিথুন,রাকিবুল ইসলাম, রাসেল শিকদার,রমজান,রুহুল আমীন,কুতুবউদ্দিন,সৈখিন সজিব,মুরসানিল বিশ্বাস, রবিন,আসাদুর প্রমুখ।
আলোচকরা ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যদি কখনো একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়, এই সংবাদ যদি তাদের কাউকে জানানো হয় এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা রাত দিনকে উপেক্ষা করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সর্বদাই প্রস্তুত থাকে। তাদের চাওয়া পাওয়ার কিছুই নেই শুধু মানুষের জীবন বাঁচাতে তারা এই সংগঠনের হয়ে কাজ করে। মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে পারার মাঝেই তাদের সার্থকতা।
ইফতার দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, ব্যবসায়ী,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে দেশবাসীর শান্তি ও সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহফুজুর রহমান মিথুন।
আপনার মতামত লিখুন :