চলমান মাদকবিরোধী অভিযানে আমতলী থানা পুলিশ গোলাম মোস্তফা (৪২) নামে এক মাদক কারবারিকে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। রবিবার (১৪ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আমতলী থানা সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শুভবাড়ৈর নেতৃত্বে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পার্শ্বে মেসার্স জহির ট্রেডার্স-এর সামনে ফাঁকা জায়গায় থেকে মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের সময় মো. গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কারবারি আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকার বাসিন্ধা মৃত মৌলভী মুজাফফর হোসেনের পুত্র। সে ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।
গ্রেফতারকৃত কারবারির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :