মাদারীপুরে কৃষকের বিশ লক্ষ টাকার পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা।

- আপডেট সময় : ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে কৃষকের বিশ লক্ষ টাকার পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা।
মোঃ নাজমুল শেখ, মাদারীপুর থেকে।
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ
গ্রামের সবজাল খালাসির ইস্টামে সই দেয়া লিখিত ৫ বছরের বর্গা নেয়া ১ বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়ে পাওয়ার টিলার দিয়ে মাড়াই করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে কৃষকের। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বার,
সাদ্দাম মাতুব্বর, কোহিনুর সহ কয়েকজন দুর্বৃত্ত শুক্রবার সকালে
৭টার দিকে সশস্ত্র অবস্থায় পেঁপে ক্ষেতে গিয়ে তার সব ফলন্ত পেঁপে
গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত সবজাল
খালাসী জানান, মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছি আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি
জারা এই কর্ম কান্ডে জরিত তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।