মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৯ মামলার আসামী ১১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার

- আপডেট সময় : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১০ বোতল ফেন্সিডিলসহ ৯ মামলার আসামী গ্রেফতার
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান এর দিক নির্দেশনায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকুরহাটি এলাকা থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ ৯ মামলার আসামি এনামুল দর্জিকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঝিকরহাটি এলাকার ইব্রাহিম দর্জির ছেলে মোঃ এনামুল দর্জি(৪২)।
সোমবার (২০ জানুয়ারী )গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, সদর মডেল থানাধীন ঝিকরহাটি এলাকা থেকে ৯টি মামলার আসামি মো: এনামুল দর্জী (৪২) কে ১১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সহযোগী মাদক ব্যবসায়ী-ইমরান এবং শফিক সুমন পালিয়ে যায়।
এবিষয়ে মোঃ এনামুল দর্জী কে সদর মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পূরণ করা হয়।