মাদারীপুরে নদী ভাংগন প্রতিরোধের কাজ উদ্ধোধন করেন, আসিবুর রহমান খান
- আপডেট সময় : ০৯:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
মাদারীপুরে নদী ভাংগন প্রতিরোধের কাজ উদ্ধোধন করেন, আসিবুর রহমান খান
মাদারীপুর সদর উপজেলার, শিরখারা ইউনিয়নের কোটবাড়ি আঞ্চলিক রাস্তা সংলগ্ন নদী ভাংগন প্রতিরোধের কাজ উদ্ধোধন করেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের, চেয়ারম্যান, আসিবুর রহমান খান।নদী ভাঙ্গন রোধ করতে পানি উন্নয়ন বোর্ডের কর্ম কর্তাদের সাথে কথা বলেন স্হানীয় সংসদ সদস্য শাজাহান খান এমপি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান,, এবং তাৎক্ষণিক সময় পরিদর্শন করে জিও ব্যাগ ফালানোর ব্যাবস্হা করেন। এ ব্যাপারে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান বলেন,, পরবর্তী নদী ভাঙ্গন প্রতিরোধে স্হায়ী ভাবে বাঁধ নির্মাণ করে দিবেন। এলাকাবাসী আসীবুর রহমান খানের প্রতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা, শাহজাহান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি শপথ গ্রহনের এক সপ্তাহ আগেই, সাড়া দিয়েছে শিরখারা ইউনিয়ন বাসীকে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সাব ডিভিশনাল ইন্জিনিয়ার মাদারীপুর, এ, এস, এম হাসান কবির, জানান,,বর্ষার আগেই আমরা কাজ সম্পূর্ণ করবো আশা করা জায়, এবং বর্ষায় জাতে ক্ষতিগ্রস্ত না হয় এলাকাবাসী