মাদারীপুরে বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক ভাবে, সনাক্তকরন পরীক্ষা কার্যক্রম

- আপডেট সময় : ০৭:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

মাদারপুরে বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্র
মাদারীপুর প্রতিনিধি।।
‘স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার, প্রতিরোধ ও প্রাথমিক ভাবে,
সনাক্তকরন জীবন বাচায়’ প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম করা হয়েছে। আজ রবিবার দিনব্যাপী রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায়, মাদারীপুরের শামসুন্নাহার মহিলা উন্নয়ন ফাউন্ডেশন ও নরসিংদীর ছালেহা আব্দুর রহমান সমাজ কল্যান পরিষদ আয়োজনে মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী শামসুন্নাহার মহিলা উন্নয়ন ফাউন্ডেশের হল রুমে শতাধিক নারীদেরর বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম করা হয়েছে।
বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর বদরুল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনকোলজি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার শারমিন রুমা, মাধবুর সদর উপজেলার স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকরাম হোসেনসহ স্থানীয়রা।