ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর ব্যাংক থেকে উত্তালনকৃত ১৮ লাখ টাকা আত্মসাৎ করতেই ছিনতাইয়র নাটক সাজায় বিকাশর কর্মী , গ্রেফতার ৩

আদিয়াত আহম্মেদ,মাদারীপুর থেকে:
  • আপডেট সময় : ০৩:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
সময়কাল এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর ব্যাংক থেকে উত্তালনকৃত ১৮ লাখ টাকা আত্মসাৎ করতেই হামলা ও ছিনতাইয়র নাটক সাজায় বিকাশর বিক্রয়কর্মী আল আমিন সরদার। ঘটনার ৮দিন পর ছিনতাই হওয়া সাড়ে ১৪ লাখ টাকাসহ তিনজনকে আটক করছ পুলিশ। মঙ্গলবার দুপুর জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয় সংবাদ সম্মেলন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। জব্দ করা হয় ঘটনার সাথে ব্যবহৃত দুটি মাটরসাইকেল ও মোবাইল ফোনসহ একাধিক সরঞ্জাম। এর আগে সোমবার রাতে নিজবাড়ি থেকে তাদর গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন , মাদারীপুর সদর উপজেলার চর কুলপুদ্দী এলাকার হযরত আলী সরদারের ছেলে আল আমিন সরদার (২৩), কালকিনি উপজলার লক্ষীপুর দড়িচর এলাকার আব্দুস সালাম সরদারর ছেলে নুরুল করিম (২৫) ও একই উপজেলার এনায়েতনগর এলাকার আলমাছ সরদারর ছেলে মা. সাইমুন সরদার (১৯।
পুলিশ সুপার আরা জানান, গত ৭ জুলাই সকাল ব্যাংক থেকে ১৮ লাখ টাকা উত্তালন করা বিকাশর বিক্রয়কর্মী আল-আমিন ও হাসান উদ্দিন (২৫) হাউস থেকে রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারের দিক যাছিল। মাঝপথে দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পিছন থেকে দুইটি মাটরসাইকেল এসে তাঁদের গতিপথ রোধ করে থামিয়ে দেয়। এ সময় আল-আমিনকে কুপিয়ে জখম করে দুর্বত্তরা। আর হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে নিজকে রক্ষা করে। পরে তাদের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত আল আমিনকে উদ্ধার কর ভর্তি করা জেলা সদর হাসপাতালে। এই ঘটনায় বিকাশের ম্যানেজার হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে সদর মডেল থানায় একটি মামলা করেন। পর জেলার গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও সিআইডি মামলাটি তদন্ত নামে। এই ঘটনার মূলহাতা বিকাশের বিক্রয়কর্মী আল আমিনসহ তিনজনক নিজবাড়ি থেকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সাড় ১৪ লাখ টাকা। জব্দ করা হয় ঘটনার সাথে ব্যবহৃত মোবাইল ও মাটরসাইকেল। পরে তাদের তিনজনকে পাঠানো হয় আদালতে। এছাড়া বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে এই ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ছন বিকাশর ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুর ব্যাংক থেকে উত্তালনকৃত ১৮ লাখ টাকা আত্মসাৎ করতেই ছিনতাইয়র নাটক সাজায় বিকাশর কর্মী , গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

মাদারীপুর ব্যাংক থেকে উত্তালনকৃত ১৮ লাখ টাকা আত্মসাৎ করতেই হামলা ও ছিনতাইয়র নাটক সাজায় বিকাশর বিক্রয়কর্মী আল আমিন সরদার। ঘটনার ৮দিন পর ছিনতাই হওয়া সাড়ে ১৪ লাখ টাকাসহ তিনজনকে আটক করছ পুলিশ। মঙ্গলবার দুপুর জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয় সংবাদ সম্মেলন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। জব্দ করা হয় ঘটনার সাথে ব্যবহৃত দুটি মাটরসাইকেল ও মোবাইল ফোনসহ একাধিক সরঞ্জাম। এর আগে সোমবার রাতে নিজবাড়ি থেকে তাদর গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন , মাদারীপুর সদর উপজেলার চর কুলপুদ্দী এলাকার হযরত আলী সরদারের ছেলে আল আমিন সরদার (২৩), কালকিনি উপজলার লক্ষীপুর দড়িচর এলাকার আব্দুস সালাম সরদারর ছেলে নুরুল করিম (২৫) ও একই উপজেলার এনায়েতনগর এলাকার আলমাছ সরদারর ছেলে মা. সাইমুন সরদার (১৯।
পুলিশ সুপার আরা জানান, গত ৭ জুলাই সকাল ব্যাংক থেকে ১৮ লাখ টাকা উত্তালন করা বিকাশর বিক্রয়কর্মী আল-আমিন ও হাসান উদ্দিন (২৫) হাউস থেকে রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারের দিক যাছিল। মাঝপথে দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পিছন থেকে দুইটি মাটরসাইকেল এসে তাঁদের গতিপথ রোধ করে থামিয়ে দেয়। এ সময় আল-আমিনকে কুপিয়ে জখম করে দুর্বত্তরা। আর হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে নিজকে রক্ষা করে। পরে তাদের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত আল আমিনকে উদ্ধার কর ভর্তি করা জেলা সদর হাসপাতালে। এই ঘটনায় বিকাশের ম্যানেজার হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে সদর মডেল থানায় একটি মামলা করেন। পর জেলার গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও সিআইডি মামলাটি তদন্ত নামে। এই ঘটনার মূলহাতা বিকাশের বিক্রয়কর্মী আল আমিনসহ তিনজনক নিজবাড়ি থেকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সাড় ১৪ লাখ টাকা। জব্দ করা হয় ঘটনার সাথে ব্যবহৃত মোবাইল ও মাটরসাইকেল। পরে তাদের তিনজনকে পাঠানো হয় আদালতে। এছাড়া বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে এই ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ছন বিকাশর ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ।