মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
লিখন মুন্সী মাদারীপুর থেকে।
- আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারীপুর সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কার্যালয়ে শনিবার (৫ অক্টোবর) বাদ জোহর জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তি ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলকে শক্তিশালী করার লক্ষে সাবেক কমিটি বিলুপ্তি করে এবং ৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
আহ্বায়ক কমিটি আহ্বায়ক সেলিম মুন্সী, সদস্য সচিব জাকির হোসেন উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাকিল মুন্সী, এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আ: রহমান, আহ্বায়ক কমিটির সবাইকে আগামী আন্দোলনের সংগ্রামে নতুন নেতৃত্ব ফুটিয়ে তোলার আহ্বান জানান।