মির্জাগঞ্জে চৈতা বাজারে ভবন নির্মাণে চাঁদা দাবীতে নির্মাণাধীন কাজ বন্ধের অভিযোগ।। - সময়কাল

মির্জাগঞ্জে চৈতা বাজারে ভবন নির্মাণে চাঁদা দাবীতে নির্মাণাধীন কাজ বন্ধের অভিযোগ।।


admin-abbas প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২২, ১:২৫ অপরাহ্ণ / ৫৭
মির্জাগঞ্জে চৈতা বাজারে ভবন নির্মাণে চাঁদা দাবীতে নির্মাণাধীন কাজ বন্ধের অভিযোগ।।

 

নজরুল ইসলাম আলীমঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়নের চৈতা বাজারে ভবন নির্মাণে ১ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে,স্থানীয় পশ্চিম চৈতা নিবাসী মৃত প্রহেলাদ চন্দ্র শীলের পুত্র শ্রী অরূন চন্দ্র শীলের নিকট হইতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার চৈতা মৌজার জে,এল নং-১,খতিয়ান নং-৩১৩,দাগ নং-১৬১৫ ভূমির মোট০৪ শতাংশ ভুমি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মোঃলুৎফর রহমান হাওলাদারের পুত্র সাইফুল ইসলাম বিগত ইং২৬/০৫/২০১৬ তারিখে মির্জাগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে ১৩০৪ নং দলিল মূলে তৎকালীন সর্বোচ্চ নগদ বহায় মূল্যে মং ১ লক্ষ টাকায় সাব কবলা মূলে ক্রয় করে নিরঙ্কুশ মালিকানার অধিকারী হয়ে আইন মোতাবেক সেখানে বহুতল বিশিষ্ট ভবনের কাজ শুরু করিয়া এক তলার ছাদ বাদে আর,সি,সি পিলার এবং দেওয়াল নির্মাণের কাজ সমাপ্ত করেন। অতঃপর অদ্য ১২/০৪/২০২২ ইং তারিখ রোজ সোমবার সকাল ০৮ঃ০০ ঘটিকার সময় জমির মালিক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম তুহিন পুনরায় ভবনের নির্মাণের কাজ শুরুলে পশ্চিম চৈতা নিবাসী মোতাহার মোল্লার পুত্র স্থানীয়ভাবে ভূমিদস্যু নামে খ্যাত মোঃ জালাল মোল্লা সহ অজ্ঞাতনামা ৪/৫ পেশাদার ভাড়াটিয়ার সন্ত্রাসীদের নিয়ে তাহার নির্মাণাধীন তফসিলভুক্ত সম্পত্তিতে অনধিকার ভাবে প্রবেশ করিয়া বলেন, তোর এই সম্পত্তিতে ভবন নির্মাণ করতে হলে আমাদেরকে এক লক্ষ টাকা চাঁদা দিতে হবে নতুবা তোর কাজ বন্ধ থাকিবে বলে হুমকি দেয়। তাহাতে সাইফুল ইসলাম তুহিন অপারগতা প্রকাশ করিলে ভূমিদস্যু জালাল মোল্লা তাকে হয়রানী ও আর্থিক ক্ষতিসাধন এবং দাবীকৃত চাঁদা আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে মির্জাগঞ্জ থানার কাঠালতলী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাহার ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়। তাহাতে ভুক্তভোগী সাইফুল ইসলাম তুহিন হাওলাদারের অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাথে স্থানীয় একাধিক সংখ্যালঘু সম্প্রদায় জানান এই ভূমিদস্যু জালাল বাহিনীর ভয়ে এলাকার কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়না। এমনকি তাদের এলাকার একাধিক জমি জোরপূর্বক ভাবে জবর দখল করেন বলে অভিযোগ করে জানান। এমনকি তারা এই বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রতিবেশী রাষ্ট্র ভারতে যাবার হুমকি দেন বলে জানান তাই তারা র‌্যাব,পুলিশ, ডিবি,এনএসআই, ডিজিএফআই সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এমনকি তারা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ব্রেকিং নিউজ