মুন্সিগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৮:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মুন্সিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প ও বিনামলে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির কার্যক্রমের উদ্বোধন করেন করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মুন্সিগঞ্জ শহর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন,মুন্সিগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এ কে এম মফিজুল ইসলাম
মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান ও সদস্য সচিব মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
মুন্সিগঞ্জ জেলা ড্যাব এর সাধারন সম্পাদক ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় বিশেষজ্ঞ ১০ জন ডাক্তার স্বাস্থ্য সেবা প্রদান করেন। এই সময় ৫ শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর যুবদলের আহবায়ক এডভোকেট নূর হোসেন, সদস্য সচিব মো.সোহাগ , শহর যুবদলের আহবায়ক এনামুল হোসেন, সদস্য সচিব রায়হান, যুগ্ম আহবায়ক সালেহীন,মনির হোসেন, চঞ্চল, বাচ্চু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠান, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম,সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহরিয়ার সাবেক ছাত্রনেতা মহসিন ।
এছাড়াও বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।