মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে এমভি কর্ণফুলী-৪ নামে এক যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৮২ মণ জাটকা উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ। রবিবার রাত ২টার দিকে ভোলা থেকে ঢাকাগামী লঞ্চটি মুন্সিগঞ্জের মুক্তারপুর সংলগ্ন ধলেশ্বরী নদীতে পৌঁছালে অভিযান চালিয়ে এসব জাটকা মাছ উদ্ধার করা
পরে সোমবার সকাল ১০টার দিকে মুক্তারপুর নৌ-ফাঁড়িতে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে জেলা সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে উদ্ধার জাটকাগুলো বিতরণ করা হয়েছে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন খান জানান, গোপন সংবাদে ওই যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে সাড়ে ৮২ মণ অবৈধ জাটকা উদ্ধার করা হয়। হয়। যার আনুমানিক মূল্য নয় লাখ ৯০ হাজার টাকা।
আপনার মতামত লিখুন :