নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলাধীন মুলাদী উপজেলা থেকে ৩’শ পিচ ইয়াবাসহ ওমর ফারুক (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ। আটক ওমর ফারুক মুলাদী থানাধীন পুর্বতেরচর নিবাসী ফরিদ সরদারের পুত্র। সুত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে ১০’ই এপ্রিল রবিবার সকাল সাড়ে ৬ টায় মুলাদী লঞ্চ ঘাটে ওত পেতে থাকে জেলা গোয়েন্দা পুলিশের এস আই কাজি ওবায়দুলের নেতৃত্বে একটি দল। এ সময় ঢাকা থেকে আসা ওমর ফারুককে আটক করে এবং তার দেহ তল্লাশি করে ৩’শ পিচ ইয়াবা উদ্ধার করে। সুত্র জানায়,আটক ওমর ফারুক দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মাদকের ব্যাবসা করে আসছিল। আটক ওমর ফারুককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর পুর্বক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :