মেহেন্দীগঞ্জ লঞ্চ দুর্ঘটনায় এক জেলে উদ্ধার। - সময়কাল

মেহেন্দীগঞ্জ লঞ্চ দুর্ঘটনায় এক জেলে উদ্ধার।


admin-abbas প্রকাশের সময় : জানুয়ারি ৩০, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ /
মেহেন্দীগঞ্জ লঞ্চ দুর্ঘটনায় এক জেলে উদ্ধার।

মেহেন্দীগঞ্জ লঞ্চ দুর্ঘটনায় এক জেলে উদ্ধার।

রিপন রানা বরিশাল থেকে।।বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরশেফালী লঞ্চঘাটে প্রিন্স অব রাসেল লঞ্চটি কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে জেলেদের নৌকায় উঠিয়ে দেয়। এসময় জেলেদের চারটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ছয় জেলের চার জন সাঁতার কেটে উপরে উঠেন। তাদের সাথে থাকা দুই জেলে নিখোঁজ হয়।

আজ সোমবার (৩০জানুয়ারী) ভোর চার টার সময় ঘটনাটি ঘটে।

বরিশাল নদী বন্দর বি আই ডব্লিউ টি এ,এর কংকর জাহাজের ডুবুরী উদ্ধার অভিযান পরিচালনা করে একজনকে উদ্ধার করে।

নিহত জেলে হলেন, হিজলা উপজেলার বাহেরচর গ্রামের রাজ্জাক সিকদারের পুত্র বাকের সিকদার(৪০) পার্শবর্তী গ্রাম বড় জালিয়া ৫ নং ওয়ার্ডের বাকিবুল্লাহ মৃধা (২৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন,মেহেন্দীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন।

ব্রেকিং নিউজ