মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রায় প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন করে সেপ্টেম্বর মাসে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে এবারও সেপ্টেম্বরেই আসছে আইফোনের পরবর্তী সিরিজ ১৩ স্মার্টফোন। এর আগেই নতুন মডেল নিয়ে প্রযুক্তি বাজারে ছড়িয়ে পড়েছে নানা গুজব। আজকের যুগান্তরের আয়োজনে পরবর্তী আইফোন নিয়ে গুজব বনাম সম্ভাবনার বিস্তারিত লিখেছেন-সাইফ আহমাদ
স্যাটেলাইট
অ্যাপল বিশ্লেষক মিং চিং কুয়ো জানিয়েছে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন আইফোন ১৩-র ব্যবহারকারীরা। বস্তুত লো-আর্থ-অরবিটের স্যাটেলাইট ফোন আনতে চলেছে অ্যাপল। কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকতে পারে আইফোন-১৩ তে। এতে ৪জি বা ৫জি নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে।
দাম বাড়ছে
এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে যে আইফোন ১৩ আসতে চলেছে সেটির মূল্য বাড়ানো হয়েছে। কারণ হিসাবে আইফোন ১৩ উৎপাদনে বেশি ব্যয়ের কথা বলা হয়েছে। আইফোনের নতুন এ পরিবর্তন প্রতিটি মডেলের ক্ষেত্রেই রূপান্তরযোগ্য।
নচ থাকছে
বাজারের বেশিরভাগ অ্যানড্রয়েড ফোন পাঞ্চ-হোল ব্যবহার করছে। তবে আইফোন ১৩ থেকে আলোচিত-সমালোচিত নচ বাদ দিচ্ছে না অ্যাপল। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, আগের মডেলগুলোর তুলনায় আইফোন ১৩’র নচ হবে আরও ছোট।
ছোট ব্যাটারি
ডিভাইসের ভেতর কম জায়গা নেবে আইফোন ১৩’র ব্যাটারি। ব্যাটারি ক্ষমতা বাড়াতে অ্যাপল নমনীয় সার্কিট বোর্ড প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন অ্যাপল প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুয়ো। এছাড়া ম্যাগসেফ চার্জিংয়ের ক্ষেত্রেও আসছে পরিবর্তন।
ক্যামেরায় উন্নয়ন
আইফোন ১৩-এর লো লাইট পারফর্মেন্সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে অ্যাপল। উন্নত ইমেজ স্টেবেলাইজেশনের কারণে এতে উঠবে আরও শার্প ছবি। ভিডিওতেও থাকছে পোর্ট্রেইট মোড। এ ছাড়াও থাকবে নতুন একটি ডায়াগোনাল লেন্স লেআউট। তবে আগের মতোই টেলিফটো লেন্স থাকছে শুধু প্রো এবং প্রো ম্যাক্স মডেলের সঙ্গে।
ইন ডিসেপ্ল ফিঙ্গার প্রিন্ট
অ্যান্ড্রয়েড ফোনে ডিসপ্লের নিচে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যোগ হয়েছে বেশ আগেই। এ ফিচারটি অবশেষে আইফোনেও যোগ হচ্ছে বলে জোর গুজব শোনা যাচ্ছে। একাধিক প্রতিবেদনে উঠে এসেছে এ গুজব, একই কথা বলেছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো।
আপনার মতামত লিখুন :