রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪ - সময়কাল

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২১, ৩:৩৭ অপরাহ্ণ / ৮৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে একদিনে আরও ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব বৃহস্পতিবার জানান, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৯০৯টি ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

আবু তালেব আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

চলমান এই মাদকবিরোধী অভিযানে বুধবার ৬১ জন এবং তার আগের দিন ৫৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ।

 

ব্রেকিং নিউজ