রাজশাহীর একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে - সময়কাল

রাজশাহীর একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে


admin-abbas প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২১, ৯:২১ অপরাহ্ণ / ৫৪
রাজশাহীর একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে

 

যেখানে এই করোনা মহামারিতে হিমসিম খাচ্ছে রাজশাহী বাসী। সেখানে আবু ইউসুফ মাসুদের রমরমা যৌন ব্যবসা রাজশাহীর একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। হোটেলটিতে এর আগেও এই অভিযোগে উঠেছিলো এই হোটেলটি। হোটেলটি রাজশাহীর উপশহরে রাজশাহী ইন রেসিডেন্সিয়াল লিঃ নামে পথচলা শুরু করেছে। গত প্রায়৭/৮মাসহোলো
২রেসিডেন্সিয়ালহোটেলটির যৌন কার্যক্রম চালু থাকলেও এখনো বন্ধ হয়নি। এখানে অত্যাধুনিক কৌশলে বিভিন্ন বয়সি মেয়েদের দিয়ে দেহ ব্যবসা চলছে বলে স্থানীয়দের অভিযোগ।স্থানীয়রা বলছেন, রমজান মাসেও থেমে থাকেনি এই হোটেলের দেহ ব্যবসা। যুবক-যুবতীরা এই হোটেলে রুম ভাড়া নিয়ে দেদারসে ফুর্তি করছে। আবার মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে সরবরাহ করা হচ্ছে দেহ কর্মীদের। এসকল দেহ কর্মীদের সরবরাহের জন্য নিয়োগ দেয়া হয়েছে একাধিক হোটেল স্টাফ। তারা মোটরসাইকেল যোগে খদ্দেরদের ঠিকানায় পৌঁছে দিচ্ছেন। আর নারী পছন্দের বিয়ষটি মোবাইল ফোনের মাধ্যমেই হচ্ছে। পছন্দ হলেই এই আবাসিক হোটেল থেকে সরবরাহ করা হচ্ছে দেহ কর্মীদের।সরেজমিনে গিয়ে দেখা যায়, দেহকর্মী সরবরাহের কাজে ব্যবহৃত একাধিক মোটরসাইকেল হোটেলের সামনে সংরক্ষিত রয়েছে। দেহকর্মীরা হোটেল থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে চলে যাচ্ছে তাদের কাস্টমাদের দেয়া ঠিকানায়।

এ ব্যপারে জানতে আবাসিক হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবু ইউসুফ মাসুদকে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, আমার হোটেলের আসেন ভাই আমি কেমন আপনি আসলে বুঝবেন। এখন ও চলমান রয়েছে।তার যৌন পল্লীর কার্যকলাপ ঈদের পর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বাসার ঠিক পিছনে হোলেও নেই কোন প্রকার পুলিশি তৎপরতা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার করছে। তবে নিউজ করলে সমস্যা আছে বলে বিভিন্ন গুন্ডা ও কতিপয় তথাকথিত নাম ধারি সাংবাদিক দিয়ে প্রতিবেদকে হুমকি প্রদান করেন।পর্ব (১)

ব্রেকিং নিউজ